Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে ইউনিয়ন

কালের স্বাক্ষী বহনকারী আদমদীঘি উপজেলার একটি ঐতিহ্যবাহী অঞ্চল হলো ছাতিয়ানগ্রাম ইউনিয়ন পরিষদ ।কাল পরিক্রমায় আজ ছাতিয়ানগ্রাম ইউনিয়ন শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তা আজও সমুজ্জ্বল। এখানে গাজি পাতলাপীর মাজার ও রানী ভবানীর পৈত্রিক নিবাসের ধ্বংসাবশেষ রয়েছে। পশ্চিমে নগর কুসুম্বী ইউপি, উত্তরে তিলকপুর ইউপি, পূর্বে আদমদীঘি ও নশরতপুর ইউপি, এবং দক্ষিণে সান্তাহার পৌরসভা অবস্থিত ।

ক) নাম – ১ নং ছাতিয়ানগ্রাম ইউনিয়ন পরিষদ।

খ) আয়তন – ২৭.৬২ (বর্গ কিঃ মিঃ)

গ) লোকসংখ্যা – ২৯,৮৬৮ জন (প্রায়)

ঘ) গ্রামের সংখ্যা – ৩৭ টি।

ঙ) মৌজার সংখ্যা – ১৪ টি।

চ) হাট/বাজার সংখ্যা - ২ টি।

ছ) উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম – সিএনজি/রিক্সা।

জ) শিক্ষার হার – ৮০ %

সরকারী প্রাথমিক বিদ্যালয়- ১০ টি,

উচ্চ বিদ্যালয়ঃ ৪ টি,

মাদ্রাসা- ৩ টি।

ঝ) দায়িত্বরত চেয়ারম্যান –জনাব মোঃ আব্দুল হক (আবু)

ঞ) গুরুত্বর্পূণ ধর্মীয় স্থান- ২ টি।

ট) ঐতিহাসিক/পর্যটন স্থান – গাজি পাতলাপীর মাজার ও রানী ভবানীর পৈত্রিক নিবাসের ধ্বংসাবশেষ ।

ঠ) ইউপি ভবন স্থাপন কাল – ০২/০৫/২০০২ ইং।

ড) নব গঠিত পরিষদের বিবরণ –

১) শপথ গ্রহণের তারিখ – ২০/০২/২০২২ ইং

ঢ) গ্রাম সমূহের নাম – ছাতিয়ানগ্রাম, ঘোড়াদহ, বাঘবাড়ী, ইসবপুর, নিমাইদীঘি, আমবাড়ীয়া, কলাবাড়ীয়া , ধুলাতইর,  লক্ষীকোল,  লক্ষনকুড়ী, অন্তাহার, দূর্গাপুর, হারদাম, শালগ্রাম, কসাইগাড়ী, কালাইকুড়ি, কৈকুড়ী, চকসোনার, আমিইল, কোমারভোগ, পাহালোয়ানপাড়া, সাগরপুর, কাল্লাগাড়ী, দাড়িকুড়ী, পলাশী, মঙ্গলপুর,  কোমাড়পুর, বড়দীঘি, কাশিমালকুড়ি, বড়আখিড়া, কামারকুড়ি, পৌওতা টিকরী, বেলগাছী, ছোটআখিড়া, ইন্দইল, চকসাহাবাজ, পশ্চিমসিংড়া ।

ণ) ইউনিয়ন পরিষদ জনবল 

১) নির্বাচিত পরিষদ সদস্য – ১৩ জন।

২) ইউনিয়ন পরিষদ সচিব – ১ জন।

 ৩)  হিসাব সহকারী -কাম- কম্পিউটার অপারেটর – ১ জন

৪) ইউনিয়ন গ্রাম পুলিশ – ৯ জন।