Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
উন্মুক্ত বাজেট সভা (অর্থ বছর: ২০২৪-২০২৫)
বিস্তারিত

ছাতিয়ানগ্রাম ইউনিয়নের উন্মুক্ত বাজেট ঘোষণা


 বগুড়া জেলার, আদমদিঘী উপজেলার,০১নং ছাতিয়ানগ্রাম ইউনিয়ন পরিষদের ২০২৪-২৫ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।


 (২৭ মে,সোমবার ) দুপুরে ছাতিয়ানগ্রাম ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ইউপি চেয়ারম্যান আব্দুল হক (আবু ),

 ২ কোটি ৫৪ লাখ ৫৭ হাজার ৯৮২ টাকার সম্ভাব্য এ বাজেট ঘোষণা করেন। 


  উম্মক্ত বাজেটের বিবরণ :

 ১. নিজস্ব আয়: ২,৩৯,৩৭৯৮২/-

 * উন্নয়ন আয় : ২,৫৪,৫৭,৯৮২/-

 ২. নিজস্ব ব্যয় : ১৪,৪৫,০০০/-

  উন্নয়ন ব্যয়: ২,৫০,৭৭,৯৮২/-

  উদ্ত্ত্ব : ৩৮০,০০০/-


 এ উপলক্ষে এক আলোচনা সভা ইউপি চেয়ারম্যান আব্দুল হক (আবু) এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।


 ইউপি সচিব কুদরত-ই -এলাহী, হিসাব সহকারী নাহিদ হাসান, ইউপি সদস্য শ্রী সুদেব কুমার ঘোষ, আনোয়ার হোসেন জীবন, মহসিন আলী মন্ডল, মনি জুলফিকার, আবু তাহের দিপু, আলী মর্তুজা কিনা,মহিউদ্দিন তালুকদার, মোখলেসুর রহমান, মহিলা সদস্য রিনা পারভিন, নাজমা বেগম লাবনী, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ জালাল উদ্দিন, প্রচার সম্পাদক আব্দুর রাজ্জাক, সোহেল রানা, মুক্তার হোসেন, কাজল রহমান, রাজু আহমেদ, ওমর ফারুক, আব্দুল হাই লুলু,এনামুল হক, এম আর হান্নান, মিন্টু রহমান,পারভীন আক্তার, আনিকা রহমান, পূর্ণিমারানী, আসাদুল ইসলাম, শ্রী মিটু, শাকিল আহমেদ, আহসান হাবিব,সহ এলাকার গন্যমান্য ব্যক্তিগণ।

ডাউনলোড
প্রকাশের তারিখ
27/05/2024
আর্কাইভ তারিখ
30/05/2030